ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালাইকার পাশে রহস্যময় পুরুষ, গুঞ্জন নতুন প্রেমিক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

গত শনিবার (৭ ডিসেম্বর) মুম্বাইয়ে সঙ্গীতশিল্পী এপি ঢিলোঁর এক কনসার্টে দেখা মিলে  অভিনেত্রী মালাইকা অরোরা। সারা কনসার্টে তার সঙ্গে লেপ্টে ছিল এক পুরুষ। একসময় মঞ্চে সকলের সামনে মালাইলাকে ডেকে নিয়েছিলেন গায়ক। সেই সময় মালাইকার সঙ্গে দেখা যায় সেই পুরুষকে। তারপর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে মলিইকার নতুন প্রেমের গুঞ্জন। 

জানা গেছে, শনিবার যখন মালাইকার হাত ধরে এপি ঢিল্লোঁ মঞ্চে উঠছেন, তখনই অভিনেত্রীর সঙ্গে দেখা গেল তার সঙ্গীকে। মঞ্চে ওঠানোর সময় হাত বাড়িয়ে নায়িকাকে গার্ডরেল পেরোতে সাহায্য করছিলেন তিনি। 

অন্যদিকে মালাইকা যখন মঞ্চে, তখন নীচে দাঁড়িয়ে মালাইকার ব্যাগ সামলাচ্ছিলেন তিনি। 

শুধু শনিবারের কনসার্টেই নয়, সম্প্রতি মালাইকার ছায়াসঙ্গী হয়ে উঠেছেন সেই অচেনা পুরুষটি। এমনকি, কয়েক সপ্তাহ আগে মালাইকার সঙ্গে ডিনার ডেটেও গিয়েছিলেন তিনি। 

মালাইকার ঘনিষ্টজনরা জানিয়েছেন, সেই তরুণের নাম রাহুল বিজয়। রাহুল বলিউডের অভিনেতা না হলেও অভিনয়জগতের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট তিনি।

ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করার পর ২০১১ সালে ইন্টার্ন হিসাবে ফ্যাশনের দুনিয়ায় কাজ করতে শুরু করেন রাহুল। কয়েক বছরের মধ্যে পদোন্নতির ফলে ফ্যাশন এডিটর হিসাবে কাজ শুরু করেন তিনি।

২০১৭ সালে পদের আরও উন্নতি হয় রাহুলের। এক নামী বেসরকারি সংস্থায় উচ্চ আধিকারিকের পদে কাজ করলেও পরে সেই চাকরি ছেড়ে দেন তিনি। ২০২১ সাল থেকে স্বাধীন ভাবে কাজ করতে শুরু করেন রাহুল। দেশের জনপ্রিয় পোশাক পরিকল্পকের সঙ্গে কাজ করেছেন তিনি। বরুণ ধওয়ন, বেদাঙ্গ রায়না, অহান শেট্টীর মতো বলি তারকাদের পোশাক নকশার দায়িত্বে ছিলেন তিনি। মালাইকার পাশাপাশি তার প্রাক্তন প্রেমিক এবং বলিউড অভিনেতা অর্জুন কাপুরের স্টাইলিস্ট হিসাবেও কাজ করেছেন রাহুল।

এদিকে মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকাও। তার যখন ১৮ বছর বয়স, তখন কফির বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের সূত্রেই তার আলাপ হয় আরবাজ খানের সঙ্গে।

প্রথম দেখাতেই আরবাজের প্রেমে পড়েন মালাইকা। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন দুই তারকা। ২০০২ সালে পুত্রসন্তানের জন্ম দেন মালাইকা।

১৯ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মালাইকা এবং আরবাজ। ২০১৭ সালে আরবাজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। তারপর বলি অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মালাইকা।

বলিপাড়ার অধিকাংশের দাবি, ২০১৮ সাল থেকে অর্জুন এবং মালাইকার প্রেম শুরু হয়। সম্পর্কের বিষয়ে মুখ না খুললেও তো গোপন রাখার চেষ্টাও করতেন না কেউ। সমাজমাধ্যমে একসঙ্গে ছবিও পোস্ট করতেন তারা।

অর্জুনের চেয়ে ১২ বছরের বড় মালাইকা। দুই তারকা সম্পর্কে থাকাকালীন তাঁদের বয়সের পার্থক্য নিয়ে তুমুল সমালোচনা চলে বলিপাড়ায়। তবে তাতে কান না দিয়ে নিজেদের সম্পর্ক নিয়েই ব্যস্ত ছিলেন মালাইকা এবং অর্জুন।

বলিপাড়া সূত্রে খবর, ছ’বছর সম্পর্কে থাকার পর কয়েক মাস আগেই সম্পর্কে ইতি টেনেছেন মালাইকা এবং অর্জুন। চলতি বছরের নভেম্বর মাসে অর্জুন নিজেই জানান যে, তিনি ‘সিঙ্গল’ রয়েছেন। সমাজিকমাধ্যমে বিচ্ছেদ সংক্রান্ত নানা ধরনের পোস্ট হেঁয়ালি করে পোস্ট করে থাকেন মালাইকা।

মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই রহস্য তৈরি হল রাহুলকে ঘিরে। সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাধিক বার রাহুলের সঙ্গে দেখা গিয়েছে মালাইকাকে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরাও পড়েছে তাঁদের ছবি।

চর্চায় আসার পর রাহুলকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় রাহুলের অনুগামীর সংখ্যা ২৭ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মালাইকা এবং রাহুল।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি